Monday, March 1, 2021

Generation

                           প্রজন্ম

           প্রথমেই বলি আপনি কোন প্রজন্মের। না মানে এই খাপছাড়া প্রশ্নের উত্তর এক্ষনি দিতে হবেনা। যে কোনো কিছু বলার আগে কমপক্ষে একবার ভাবা উচিৎ- তাই তো? তবে এর উত্তর যদি আমাকেই বলতে হয় তবে আমার বাকযন্ত্র যেনো বলে উঠে আমার কোনো প্রজন্মই নেই। তাহলে আমি কি প্রজন্মের বাইরে?

            অনেকদিন শীত করার পর এখন শীতের আমেজটা বেশ কমেছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠতে অসুবিধা বোধ টা আর হয়না। শীতের দিনের শিশির ভেজা ঘাসের ছোঁয়া আর সুন্দর সকালের পরিবেশ এই শরীর-মন বার বার চেয়েছে। তবে বলাই বাহুল্য বড় কষ্টের ঘুম যেনো তাকে একহাতে আটকে দেয়।

           ঘড়িতে অ্যালার্ম বেজে উঠতেই ঘুম ভেঙে গিয়ে দেখি বিছানায় পড়ে আছি। ভাবতে অবাক লাগে,এই কদিন ধরে কেনো জানিনা পুরনো পৃথিবী আমার সঙ্গে রোজ দেখা করেই চলেছে। আর দেখাচ্ছে কি - সেই পরিবেশ যেখানে কিনা শুধুই ভালোবাসা,সেই গ্রাম যার পুকুর,গাছ সব যেন সেই ভালোবাসার পারদকে রক্তচাপের থেকেও বেশি করে তুলছে। সেই রাস্তা যার উপর রয়েছে কত গরু,ঘোড়ার পদচিহ্ন,কত ভবিষ্যৎ অন্বেষণকারীর পা,কত পশু-পাখি .... আরও কতই না কিছু।

              প্রাতঃরাশ সেরে দিয়ে বাড়ির পূর্বদিকের ব্যালকনিতে গিয়ে একটু দাড়ালাম। চোখে পড়লো আমার মত অফিস কর্মচারীর এই ছুটির দিনেও কত মানুষ তার শরীর নিংড়ে রস বার করেই চলেছে একটু ঠাণ্ডা হবে বলে। আর সূয্যিমামা!!আজ যেনো রেগে গিয়ে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিতে চাইলেও কত ভবিষ্যৎ টিকিয়ে রাখার নিপুণ কর্মচারীরা তাদের কাজ করেই চলেছে।

           সাইকেল করে নিয়াস রাজা প্রতিদিনের মতই আজকেও সংবাদপত্রটা বাড়িতে দিয়ে গেলো। এই আধুনিকতার যুগেও একটু কফি খেতে খেতে খবর পড়ার আলাদাই মজা। কিন্তু কি সবাই এই মজাটা বোঝে?

 এই ইন্টারনেটের যুগে খবরের কাগজ কে নেয়!- এই কথা কেউ না কেও তো বলেই ফেলে।

          যাইহোক চর্চাটা ছিল আমার প্রজন্ম নিয়ে। কেননা সকাল সকাল পুরনো পৃথিবী আমাকে যা দেখিয়েছে তা নিয়ে তো ভাবতেই হয়। তবে প্রশ্ন হলো যে,সে শুধু দেখালো- ভালোবাসা,সেই সুন্দর নরম পরিবেশ,সেই সুন্দর কাচা মাটির রাস্তা আর কাঠের চাকা।

          আর কাচা রাস্তায় কাঠের চাকা আটকে যাওয়া অর্থাৎ যাত্রাপথে অসুবিধা হওয়া,এক কলেরার জন্য গ্রামকে - গ্রাম উজাড় হয়ে যাওয়া - কই এগুলো তো দেখাল না।

          আর এইসব কিছুকে জয় করে আজ এই পৃথিবীতে দাড়িয়ে আছে যারা,শুধু কি এই - কলকারখানা তৈরি,বন - অরণ্য ধ্বংস,নিজেদের বিলাসিতায় কত জীবের বাসস্থান ধ্বংস,অজনার খোঁজে কত পাহাড় ধ্বংস - এইগুলিও তো তারাই করলো যারা আজ এই পৃথিবীতে দাড়িয়ে।

          তবে এই প্রজন্ম দোষ করেছে নাকি ভালো করেছে? এর উত্তর দেওয়া কষ্টকর। কেননা নতুন নতুন সাংবিধানিক আইন আসছে আর নতুন করে যেনো গাছেরা,পশু - পাখিরা আর পুরনো পৃথিবীর কয়েকফোটা নমুনা আজ আবার নিজের জীবন ফিরে পেতে চলেছে বলে পতাকার মত আকাশে ফুর ফুরে মেজাজে উড়তে শুরু করেছে।

          তাহলে বলেন পারলেন দোষ দিতে,পারবেন না তো।

          কেননা এই প্রজন্মে যা কিছু বর্তমান পরবর্তীতে টা হয়তো বিলুপ্ত,এই পৃথিবীর প্রতি জীব তার চাহিদার জন্য অন্যের উপর প্রভাব বিস্তার করতে চাই।আর এখানে তো কোনো ভূল নেই। আর যে নিজেকে টিকিয়ে রাখার যোগ্যতা অর্জন করবে সেইতো টিকে থাকবে।

          তবে কি আগের প্রজন্ম টিকতে চাইনি? কি জানি - হয়তো বা!!

          তবে আমার কি হলো,আমার বাকযন্ত্র তো বলেছিল আমার নাকি কোনো প্রজন্মই নেই - তাহলে?

          আমি কি চাইনা সেই পুরোনো পৃথিবীর কঠিন জীবন যেখানে শিক্ষা নেই,নেই কোনো জীবন সুরক্ষা,আর এখনকার অবলুপ্ত - বিলুপ্তে ভরা জীবন, কর্মমুখর ব্যাস্ততার ছোঁয়া। নাকি আমি চাই সেই কোমল নম্র পরিবেশ, অকৃত্রিমতা আর এখনকার বিজ্ঞানময় সহজলভ্য জীবন।

          এই সব ভাবতে ভাবতেই আমার আত্মা যেনো সেই পুরোনো পৃথিবীর কোথায় চলে গেলেও আমার পা দুটো এই পৃথিবীর পরম ছোঁয়ায় যেনো আটকে গেলো।


....................................................................................

                  English Translate 

                           Generation 

             First of all let me tell you what generation you belong to. No, that doesn't mean you have to answer this question right now. You have to think at least once before you say anything - right? But if I have to say the answer, then I have no generation to say my words. So am I out of generation?

             After a long winter, the amazement of winter has decreased a lot. So it is no longer difficult to wake up in the morning. The touch of dew-drenched grass on a winter's day and the beautiful morning environment have made this body-mind want again and again. Needless to say, the sleep of great difficulty seemed to hold him in one hand.

            As soon as the alarm went off, I woke up and saw that I was in bed. I wonder why the old world has been meeting me every day for a few days now. And what does it look like - the environment where there is only love, the village whose ponds, trees are all making the mercury of that love more than blood pressure. The road on which there are so many cows, horse footprints, so many futures explorers, so many animals and birds ... so much more.

            After breakfast I went to the east balcony of the house and stood for a while. I noticed how many people are still squeezing the juice out of the body of an office worker like me on this holiday saying that it will be a little cold. And Suyyimama !! Today, it is as if they are angry and want to burn and destroy everything, but how many skilled workers are working to save the future.

            Nias Raja took the newspaper home by bicycle as he did every day. Even in this modern age, reading a little coffee and reading the news is a lot of fun. But does everyone understand this joke?

  In this age of internet, who takes the news paper! - Someone says this.

           However, the practice was about my generation. Because in the morning I have to think about what the old world has shown me. But the question is, he just showed - love, that beautiful soft environment, that beautiful dirt road and wooden wheels.

           And the wooden wheels stuck on the dirt road, that is, the difficulty in the journey, the village for a cholera - deserted village - where it did not show.

           And those who have conquered all these things and are standing in this world today, just building factories, destroying forests, destroying the habitats of many creatures in their own luxury, destroying so many mountains in search of strangers - all these are done by those who are standing in this world today.

           But has this generation done wrong or has it done better? It is difficult to answer. Because new constitutional laws are coming and new plants, animals and birds and a few samples of the old world are going to get back to life today, so they are flying in the sky like flags.

           If you can blame, you can not.

           Because whatever is present in this generation may be extinct in the next, every creature on this earth wants to influence others for its needs. And there is nothing wrong here. And the one who is qualified to sustain himself will survive.

           But did the previous generation not want to survive? I don't know - maybe or !!

           But what happened to me, my vocabulary said I have no generation - then?

           What I don't want is the hard life of the old world where there is no education, no life protection, and the present extinct-extinct life, the touch of busyness. Or I want that gentle humble environment, authenticity and today's scientifically readily available life.

           Thinking about all this, my soul felt as if it had gone somewhere in the old world, but my legs seemed to be stuck in the absolute touch of this world.


2 comments:

  1. darun vai chaliye ja in sha allah r o onek likhte parbi valo valo

    ReplyDelete
  2. Bapre 😱😱😱.tmr pete pete ato ki6u......mon chhuye galo vai 😘😍😍

    ReplyDelete

Life

                                জীবন           রাতের আকাশে জ্বলজ্বল করে জ্বলে চলেছে তারাগুলি। তবে কি সব সময়? না তো! মেঘ এসে জড়ায় আর মিটিয...